Sherkhali, Shahzadpur, Sirajgonj
Principal
শাহজাদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এ অঞ্চলে নারীশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে প্রতিষ্ঠিত এ কলেজটির নামকরনের বিশেষ কারণ ছিল বঙ্গবন্ধু’র শাহজাদপুর আগমনের স্মৃতি ধরে রাখা । বর্তমান জীবনযাত্রার সর্বক্ষেত্রে আধুনিক ধ্যানধারণা তথা ডিজিটাল প্রযুক্তি প্রবর্তনের ফলে শিক্ষাক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। এ লক্ষ্যে কলেজটিতে আনা হয়েছে ব্যাপক অবকাঠামোগত পরিবর্তন এবং শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়ন। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবার জন্য রয়েছে বিশেষ পদ্ধতিতে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ অন্যান্য বিষয় পাঠদানের জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা। আরো রয়েছে শেখ রাসেল ল্যাব নামের সর্ববৃহৎ কম্পিউটার ল্যাব সুবিধা। রয়েছেন সদা তৎপর দক্ষ, অভিজ্ঞ, বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী। উল্লেখ্য, তারা সকলেই উপজেলা বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনলাইন ক্লাস পরিচালনায় নিয়োজিত রয়েছেন। এসব কারণে বর্তমানকালে যেমন বৃদ্ধি পেয়েছে ছাত্রী সংখ্যা তেমনি বৃদ্ধি পেয়েছে পাশের হারও। তাই আপনার কন্যা সন্তানের সুশিক্ষা, উজ্জ্বল ভবিষ্যৎ, সংস্কৃতিবান তথা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিশ্চিন্তে নির্ভর করতে পারেন সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের উপর।