Govt. Bangabandhu Mahila Degree College

Sherkhali, Shahzadpur, Sirajgonj

Latest News

History

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
 

১৯৯৭ খ্রিষ্টাব্দে শাহজাদপুর উপজেলার সাবেক এম.সি. এডভোকেট আব্দুর রহমান সহ শাহজাদপুরের মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিশিষ্ট ব্যক্তিবর্গ কলেজটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন ১৯৯৭ সালের ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা সদরে শেরখালি গ্রামে আব্দুল হামিদ মিয়ার দানকৃত ৭৫ শতক জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তিতে ডিগ্রি অধিভূক্তির সুবিধার্থে আরও ৪৩ শতাংশ জমি ক্রয় করা হয়। কলেজটি ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক একাদশ শ্রেণীতে বিজ্ঞান, বানিজ্য মানবিক বিভাগে ছাত্রী ভর্তি পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। অতঃপর বঙ্গবন্ধু মহিলা কলেজটি ১লা জুলাই, ১৯৯৭ তারিখে স্বীকৃতি লাভ করে এবং ১৫ মে, ২০০০ তারিখে এম.পি. ভূক্ত হয়। ২০১২ সালের ১৯ এপ্রিল ডিগ্রি (পাস) বি. বি.এস.এস কোর্স চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়। ১২ অক্টোবর ২০২২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটিকে সরকারিকরণের ঘোষনা দেন। ৩, জুন ২০২৩ সালে প্রতিষ্ঠানটির জিও জারি হয়ে প্রতিষ্ঠানটির নাম হয় ‘সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ’।  

বঙ্গবন্ধুর নামে কলেজ প্রতিষ্ঠার পটভূমি

৭৫ রাজনৈতিক পট পরিবর্তনের দুই দশক পরে ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসায় দেশের সার্বিক পরিস্থিতি স্বাধীনতা  মুক্তিযুদ্ধের আদর্শের অনুকূলে আসে। সেই সময়ে শাহজাদপুরে বঙ্গবন্ধুর কয়েকজন অনুসারী ব্যক্তি সুধীজন বঙ্গবন্ধুর নামে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। শাহজাদপুরে অনেকগুলো কলেজ থাকলেও কোন মহিলা কলেজ না থাকায় নারী শিক্ষার সুবিধার্থে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কলেজটির নামকরণের বিশেষ কারণ ছিল বঙ্গবন্ধুর শাহজাদপুর আগমনের স্মৃতি ধরে রাখা।

Computer Lab

বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজটিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। ছাত্রীরা ল্যাব ব্যবহার করে প্রতিনিয়ত তথ্য প্রযুক্তির জ্ঞান আহরণ করছে। বিভিন্ন শিক্ষিত বেকার যুবক-যুবতীর ল্যাবটি ব্যবহারের সুযোগ রয়েছে। এই কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবটি ২০২১ সালে সিরাজগঞ্জ জেলার মধ্যে ২য় স্থান লাভ করে পদকপ্রাপ্ত হয়েছে।

College Digitalized With PANNI IT LTD

২ মে, ২০২২ খ্রিষ্টাব্দে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ ও PANNI IT LTD এর মধ্যে এক চুক্তি সম্পাদিত হয়। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্রীদের সকল তথ্য ও হাজিরা, বিভিন্ন বিজ্ঞপ্তি, ক্লাস রুটিন, সকল পরীক্ষার রুটিন, প্রবেশপত্র, পরীক্ষার ফলাফল, আইডি কার্ড, প্রসংশাপত্র ইত্যাদি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে। এছাড়া প্রশাসনিক বিভিন্ন ক্ষুদে বার্তা ছাত্রী ও অভিভাবকদের কাছে পাঠানো যাবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ অনন্য ভূমিকা রাখছে।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

Bangobondhu Sheikh Mujibur Rahman 7th March Speech, 1971

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৭ই মার্চ ২০২১

Payment By Bikash

Click Here to Bikash Payment

Payment System: Bkash Payment

Ref: কলেজের নামের ১ম অক্ষর b, সেসন 22-23, ক্লাস 11, রোল 120

b22-2311120 একাদশ

b21-2212120 দ্বাদশ

b22-23BA1140  ডিগ্রি ১ম বর্ষ

b21-22BA2140  ডিগ্রি ২য় বর্ষ

b20-21BA3140  ডিগ্রি ৩য় বর্ষ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) মনোনীত বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) মনোনীত হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মুস্তাফিজুল হক-এর হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ফজলুল হক ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফিউল ইসলাম প্রমুখ।